দিনাজপর

দিনাজপুর

সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

কুড়িগ্রামের দাসিয়ারছড়াবাসী স্মার্টকার্ড পেয়ে উল্লসিত

কুড়িগ্রামের দাসিয়ারছড়াবাসী স্মার্টকার্ড পেয়ে উল্লসিত

ভোট দেবেন। এর মধ্যে ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে দাসিয়ারছড়ায় ২ হাজার ৫৬২ জন এবং ভুরুঙ্গামারী উপজেলায় ১০টি ছিটমহলের ২৯২ জন। এসব ভোটার ৬টি ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হয়েছেন।
ফুলবাড়ীর তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে বিলুপ্ত ছিটমহলে নতুন ভোটার ২ হাজার ৫৬২।
অন্যদিকে ভুরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে মোট ভোটার ৬৩ হাজার ৪২৩। ১০টি ছিটমহলে নতুন ভোটার ২৯২। বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা প্রণয়নের জন্য চলতি বছরের ১০-১৬ জুলাই তথ্য সংগ্রহ করা হয়।
সারাদেশে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদ্যবিলুপ্ত ছিটমহলবাসীকে ভোটার হালনাগাদ না থাকায় বাদ পড়ে সংশ্লিষ্ট ইউনিয়নগুলো। আগামী ৩১ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর, শিমুলবাড়ি ও ভাঙামোড় ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী সদর, পাথরডুবি ও শিলখুঁড়ি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, আপনারা সুনাগরিক হবেন, নিজেদের প্রতিষ্ঠিত করবেন। এখানে ২০ জন বিলুপ্ত ছিটমহলের নাগরিককে স্মার্টকার্ড দেন প্রধান নির্বাচন কমিশনার। পর্যায়ক্রমে উপজেলার সাবেক ছিটমহল সংযুক্ত ৩ ইউনিয়নের ভোটারদের এ কার্ড দেয়া হবে।উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন এনআইডি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ছালেকুজ্জামান মো. আবু সালেহ, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, আবু হাফিজ ও শাহনেওয়াজ।
জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে খুশিতে আত্মহারা দাসিয়ারছড়াবাসী। রফিকুল ইসলাম বলেন, ‘আমরা কতা খুশি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবনের ৪৫ বছরে এসে ভোট দিতে পারছি। স্মার্টকার্ড পেলাম। আর কি চাওয়ার আছে?’
সাবেক ছিটমহল বিনিময় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু পেয়েছি। আজ প্রধানমন্ত্রীর পরই আমরা স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পেলাম। আমাদের আনন্দের সীমা নেই।
উল্লেখ্য, গেল বছরের ৩১ জুলাই মধ্যরাতে ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময় থেকেই নাগরিকত্বের মর্যাদা পায় দাসিয়ারছড়াসহ বিলুপ্ত ছিটমহলবাসী। উন্নয়ন হতে থাকে
বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত ঘোষণা

বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত ঘোষণা

বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত ঘোষণা
বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত ঘোষণার মাধ্যমে তিন দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার দুপুরে কুড়িগ্রাম টেকনিকেল ট্রেনিং সেন্টার চত্বরে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যুরো ম্যান পাওয়ার, ইমপ্লোমেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সেলিম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্তকরণ ঘোষণা করা হয়।কুড়িগ্রাম জেলার দারিদ্র্যতা বিমোচনের জন্য জেলার লক্ষাধিকেরও বেশি নারী গৃহকর্মী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পাঠানোর উদ্যোগ নিয়েছে গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশন। আগামী দু’বৎসর পর্যন্ত প্রতি সপ্তাহে বাছাই প্রক্রিয়া শেষে একমাস মেয়াদি প্রশিক্ষণে বিনা খরচে আবাসিক ২৫ থেকে ৪৫ বছরের বিদেশগামী নারী কর্মী তৈরি করবে তারা। জব ফেয়ার অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএমইটি’র ডিরেক্টর ট্রেনিং খলিলুর রহমান, ইউনাইটেড এক্সপোর্ট লি. চেয়ারম্যান মি. বেনিতাং, সৌদি আরবের ফ্যালকন গ্রুপের ভাইস চেয়ারম্যান ওয়ালিদ আব্দুল হাদী, গ্রুপ ডিরেক্টর ওসামা তালাত ফাহমি, গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইসলাম এবং লাবণী তালুকদার প্রমুখ। নাজমুল 
উপহারের জনপ্রিয়তা!

উপহারের জনপ্রিয়তা!

14658284_1070065003090397_722428023_nরংপুর টাইমস:
কুড়িগ্রাম এর দুই তরুন সোহেল রুদ্র ও বানি ইসরাইল লিনাদ এর প্রচেষ্ঠায় নির্মীত হয়েছে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “উপহার”।
সোহেল রুদ্রের চিত্রনাট্ট সংলাপ ও পরিচালনায় বানি ইসরাইল লিনাদের অর্থায়নে সম্প্রতি নির্মিত রংপুর এর আঞ্চলিক ভাষার স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “উপহার”।
৬ মিনিট ৬ সেকেন্ডের এ ভিডিওটিতে ভাইবোনের মধুর সম্পর্কের কাছে দারিদ্রতার হার মানার এক অভুতপুর্ব দৃষ্টান্ত দেখা গেছে।
ইউটিউবে মুক্তির মাত্র কিছুদিনের মধ্যেই ১০ হাজার ভিউ এর কাছাকাছি চলে এসেছে এটি। এ বিষয়ে পরিচালক সোহেল রুদ্রের সাথে কথা বলেন আমাদের রিপোর্টার,
# কেমন অাছেন?
: জ্বি ভালো।
# উপহার এর বিষয় কিছু বলবেন?.
অাল্লাহ এর রহমতে অামার নির্মীত উপহার বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন মহল থেকে বেশ প্রশংসিত হয়েছে। বন্ধু লিনাদ এর অর্থে নির্মান করা উপহার ছিলো অামার স্বপ্নের মত।নাট্টকার নয়ন ভাইয়ের সাথে গল্প করতে করতে তিনি হঠাৎ একদিন এই গল্পের ধারনা দেন। এক প্রকারর অনুমতি ছাড়াই চিত্রনাট্ট ও সংলাপ লিখি এবং নির্মান শুরু করি। তাকে বলেছিলাম ভাই অাপনার গল্প অামি নষ্ট করবো না জনপ্রিয় করবো।। অাশা করি সে লক্ষে এগিয়ে যাচ্ছে “উপহার”।
14600778_1070055239758040_2106086538_o
# বর্তমান কেমন সময় পার করছেন?
:অাল্লাহ্ এর রহমতে ভালো।তবে অাজ একটু ব্যাস্ত বাবা ঢাকায় এসেছেন ডাক্টার দেখাতে তার সাথেই সারাদিন।
#অাগামী কাজ করবেন কবে?
:কবে শুরু হবে তা বলতে পারছি না।তবে অাশাকরি এই মাসের শেষের দিকে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সচেতনতা মূলক ভিডিও নির্মান করবো।এবং ডিসেম্বর এ অামার কাহিনী,চিত্রনাট্ট সসংলাপ ও পরিচালনায় অাবার একটি রংপুর কেন্দ্রিক ভিডিও অাসবে।
#সেই ভিডিও এর কাহিনী কি জানতে পারি?
:ইমমম।। না বলা যাবে না।শুধু এত টুকু বলতে পারি এই কাজ বাংলাদেশ এ প্রথম বারের মত হতে যাচ্ছে।
#অসংখ্য ধন্যবাদ অাপনাকে
:অাপনাকেও অসংখ্য ধন্যবাদ। অামার জন্য দোয়া করবেন যে ভালো কিছু নির্মান করতে পারি।
এবং অামার বাবার সুস্থতা  জন্য সবাই দোয়া করবেন।
লিং-https://www.youtube.com/watch?v=LXFYF5kFN1E
দিনাজপুরে বৃষ্টির পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি

দিনাজপুরে বৃষ্টির পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি


দিনাজপুর: দিনাজপুরে রোববার (৯ অক্টোবর) সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের অধিকাংশ রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

রাস্তার ওপর পানি জমে জলাবদ্ধতা হওয়ার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দিনাজপুর পৌরসভার সামনের সড়ক, কাচারি রোড, বাহাদুর বাজার এলাকা, লিলির মোড়, মহিলা কলেজ রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
ব্যাটারি চালিত ইজিবাইক চালক মাসুদ বলেন, বৃষ্টি হলেই শহরের রাস্তাগুলো তলিয়ে যায়। এ অবস্থায় রাস্তার খানা-খন্দগুলো বোঝা যায় না। ফলে ঘটে যায় ছোট-বড় দুর্ঘটনা।
পথচারী সানজিদা আক্তার সাথী বলেন, রাস্তায় পানি জমে চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টিতেই এমন হয়।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি তার।
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর): শারদীয় দুর্গা পূজা ও আশুরা উপলক্ষে হিলি  দিয়ে টানা আট দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
শুক্রবার (০৭ অক্টোবর) সকাল থেকে এ বন্দর দিয়ে  আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব মো.শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আটদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
আগামী শনিবার (১৫ অক্টোবর) থেকে আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত চালু রয়েছে।
ফুলবাড়ীতে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ফুলবাড়ীতে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন


নাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন ফুলবাড়ী শাখার উদ্যোগে পৌর শহরের নিমতলা মোড়ে এ মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন ফুলবাড়ী শাখার সভাপতি ও শালগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক লালপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুর ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফুলবাড়ী উপজেলার দু’টি নিম্ন মাধ্যমিক, একটি দাখিল মাদ্রাসা, দু’টি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণি, একটি স্কুল এ্যান্ড কলেজের কলেজ শাখা ও একটি আলীম মাদ্রাসার আলীম শাখা এমপিও ভুক্ত না হওয়ায়, মানবেতর জীবন যাপন করছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এজন্য তারা অনতিবিলম্বে এ প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার দাবি জানিয়েছেন।
বাদুড়ের কলতানে ম‍ুখর বদরগঞ্জের সিও রোড

বাদুড়ের কলতানে ম‍ুখর বদরগঞ্জের সিও রোড

রংপুর: বদরগঞ্জের পৌর শহরের সিও রোডের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে শত বছরের একটি পাকুড় (অশ্বথ) গাছ। এই পাকুড় গাছের ডালে শিশু সন্তানকে বুকে আগলে ঝুলে রয়েছে হাজার হাজার বাদুড়। বাদুড়ের কলতানে সবসময় ম‍ুখর থাকে সিও রোড এলাকা।
গাছটির কাছেই রয়েছে বদরগঞ্জের সবচেয়ে প্রাচীন ও প্রথম মসজিদ তামেরি জামে মসজিদ। সিও রোড পৌর শহরের প্রধান সড়ক হওয়ায় গাড়ি-ঘোড়া, মুসল্লি ও পথচারীদের পদচারণায় সবসময় মুখর থাকে। আর এই সড়ক পাড়ি দেওয়ার সময় সবার দৃষ্টি কাড়ে স্তন্যপায়ী এ প্রাণীগুলো।
সিও রোড এলাকার বাসিন্দা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার বাংলানিউজকে বলেন, ছোট থেকে দেখছি এই পাকুড় গাছটির মগডালে শত শত বাদুড় ঝুলে থাকে। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এ প্রাণীগুলো দেখতে বেশ লাগে।
তিনি আরও বলেন, বাদুড়গুলোর যেনো কোন ক্ষতি না হয় এ এলাকার বাসিন্দারা সেদিকে খেয়াল রাখে। আর এ কারণেই এ পাকুড় গাছটি বাদুড়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
 
এলাকার বাসিন্দা ভবেষ কুণ্ডু বলেন, বদরগঞ্জের কোথাও বাদুড় দেখা না গেলেও সিও রোডের এই গাছটিতে বাদুড় দেখা যায়।
সিও রোড মহল্লার বাসিন্দা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান মুক্তা বলেন, বিদেশি প্রজাতির গাছ রোপণ না করে আমাদের দেশীয় প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করতে হবে। তা না হলে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এই প্রাণীগুলোর আবাসস্থল ও খাদ্যের অভাবে একদিন বিলীন হয়ে যাবে।
 
বদরগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, প্রকৃতির ভারসাম্য
রক্ষার্থে বাদুড় বিশেষ ভূমিকা রাখে। তবে বাদুড়ে খাওয়া ফলমূল থেকে স্থানীয়দের সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

রংপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুর: রংপুরে রায়হান মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযোগ পাওয়া যায়।
নিহত রায়হান রংপুরের গঙ্গাচড়া উপজেলার ওমর গ্রামের আবু হেনার ছেলে এবং রংপুর গজঘণ্টা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
নিহতের মামাতো ভাই মোকলেছ আলী ও মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করার সময় পাশে একটি বিদ্যুতের তার ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে প্রথমে পিটিয়ে পরে ওই তার দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।  এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রংপুরে মাদক বিক্রেতা আটক

রংপুরে মাদক বিক্রেতা আটক

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে মোশফিকুর রহমান (৪১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মোশফিকুর রহমান পীরগঞ্জ উপজেলার বাইসপুকুরিয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
রোববার (১৬ অক্টোবর) উপজেলার শঠিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার শঠিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক মোশফিকুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
রংপুরে কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রংপুরে কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রংপুর: রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ওই কলেজ প্রাঙ্গণ থেকে একটি ৠালি বের করা হয়। পরে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান এলাকা ঘুরে ফের ওইখানে এসে মিলিত হয়। র‌্যালিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ রাজনৈতিক নেতারা।
পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও অভিভাবকসহ শিক্ষার্থীরা। সবশেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

আওয়ামীলীগের দূর্গ বিএনপি’র দখলে

আওয়ামীলীগের দূর্গ বিএনপি’র দখলে

আওয়ামীলীগের দূর্গ বিএনপি’র দখলে thumbnail
স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মাত্র ২টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়েছেন এবং বাকী ৬টিতেই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিচিত কুড়িগ্রাম সদর উপজেলা এখন বিএনপির দখলে চলে গেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৮টি ইউনিয়নে ৪টিতে বিজয়ী হয়েছিল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। কিন্তু এবারে আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী   থাকা এবং জেলা নেতা ও তৃণমূল নেতা-কর্মীরা বিদ্রোহীদের হয়ে কাজ করায় নৌকার ভরাডুবির হয়েছে। বিএনপির দূর্গ শক্তিশালী হওয়ায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগে রীতিমত অশনি সঙ্কেত দেখা দিয়েছে।
অপরদিকে, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের শক্তিশালী সাংগাঠনিক দক্ষতায় ৭টি ইউনিয়নের ৬টিতেই নৌকা প্রতীক বিজয়ী হয়েছে।
এদিকে, ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের ১টিতে আওয়ামীলীগ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ১টিতে এবং ১টিতে বিএনপি’র প্রার্থী বিজয়ী হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীরা হলেন- কাঁঠালবাড়ী ইউপিতে আমান উদ্দিন আহমেদ মঞ্জু (নৌকা), ঘোগাদহ ইউনিয়নে শাহ আলম (নৌকা), বেলগাছা ইউনিয়নে মাহবুবুর রহমান (ধানের শীষ), মোগলবাসা ইউপিতে নুরজামাল বাবলু (ধানের শীষ), যাত্রাপুর ইউপিতে আইয়ুব আলী সরকার (ধানের শীষ), পাঁচগাছি ইউপিতে দেলওয়ার হোসেন (ধানের শীষ), ভোগডাঙ্গা ইউপিতে সাইদুর রহমান (ধানের শীষ), হোলখানা ইউপিতে ওমর ফারুক (ধানের শীষ)।
রাজারহাটের নাজিমখান ইউনিয়নে আব্দুল মালেক নয়া পাটোয়ারী (নৌকা), রাজারহাট সদর ইউপিতে এনামুল হক  (নৌকা), বিদ্যানন্দ ইউপিতে তাইজুল ইসলাম (নৌকা), ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে রবীন্দ্র নাথ (নৌকা), চাকিরপশার ইউপিতে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি (নৌকা), উমর মজিদ ইউপিতে মোহাম্মদ আলী (নৌকা) ও ছিনাই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বুলু (চশমা মার্কা) নিয়ে বিজয়ী হয়েছে।
ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের শিমুলবাড়ী ইউপিতে এজাহার আলী (নৌকা), বড়ভিটা ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খয়বর আলী (মোটর সাইকেল) ও নাওডাঙ্গা ইউনিয়নে বিএনপি’র প্রার্থী মোসাব্বের আলী মুসা (ধানের শীষ) মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন।
অভিযোগ রয়েছে, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের নেতারা প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেছেন। এর কারণ হিসেবে উঠে এসেছে, দলীয় কোন্দল এবং নিজেদের প্রভাব বিস্তারে পক্ষ-বিপক্ষে অবস্থান নেয়া।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলায় আওয়ামীলীগের ফল বিপর্যয়ের ব্যাপারে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল জানান, সদর উপজেলায় আওয়ামীলীগের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। এর ফলে আমাদেরকে পরাজয় বরণ করতো হলো। আমাদের জেলা নেতাদের সংকীর্ণ মানসিকতার কারণে বৃহৎ স্বার্থ আজ জালাঞ্জলি। এর থেকে বেরিয়ে আসা ছাড়া বিকল্প পথ নেই।

শিশু পাচার প্রতিরোধে কুড়িগ্রামে সাংবাদিক প্রশিক্ষন

শিশু পাচার প্রতিরোধে কুড়িগ্রামে সাংবাদিক প্রশিক্ষন

স্টাফ রিপোর্টার:
শিশু পাচার প্রতিরোধে প্রচারনা কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুড়িগ্রাম প্রেস ক্লাব হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করে সোস্যাল এন্ড ইকোনমি এনহেন্টমেন্ট প্রোগ্রাম (সিপ) বাংলাদেশ।
প্রশিক্ষনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিপ বাংলাদেশের পরিচালক (পরীক্ষন ও মূল্যায়ন) মোঃ জাহিদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, স্থানীয় উন্নয়ন সংস্থা সলিডারিটির প্রোগ্রাম অফিসার সিসিলিয়া ঢাকী ও হালিমা আক্তার স্বর্ণ।
প্রশিক্ষনে দেশের ২০টি ঝুকিপুর্ণ জেলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে করনীয় বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ thumbnail
ইউসুফ আলমগীর:
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো: জাফর আলী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
কুড়িগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলীকে সংবর্ধনা প্রদান করেছে কুড়িগ্রাম নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেয়ায়  তাকে দলমত নির্বিশেষে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন স্বাগত জানান। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে সদর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে সোনার তৈরি একটি নৌকা উপহার দেয়া হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ. কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
এর আগে জেলা আওয়ামীলীগের একটি আনন্দ র‌্যালি শহর প্রদক্ষীরন করে।
উল্লেখ্য, এর পূর্বে জেলা পরিষদের প্রশাসক ছিলেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন। তিনি সম্প্রতি ঐ পদ থেকে অব্যহতি নিলে মো: জাফর আলীকে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা দারিদ্রপীড়িত একটি জেলা। এই জেলা নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ডিজিটাইলজড ও আধুনিকায়ন করার জন্য অগ্রণী ভূমিকা রাখার আশা প্রকাশ করেন।