শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

আওয়ামীলীগের দূর্গ বিএনপি’র দখলে

আওয়ামীলীগের দূর্গ বিএনপি’র দখলে thumbnail
স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মাত্র ২টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়েছেন এবং বাকী ৬টিতেই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিচিত কুড়িগ্রাম সদর উপজেলা এখন বিএনপির দখলে চলে গেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৮টি ইউনিয়নে ৪টিতে বিজয়ী হয়েছিল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। কিন্তু এবারে আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী   থাকা এবং জেলা নেতা ও তৃণমূল নেতা-কর্মীরা বিদ্রোহীদের হয়ে কাজ করায় নৌকার ভরাডুবির হয়েছে। বিএনপির দূর্গ শক্তিশালী হওয়ায় কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগে রীতিমত অশনি সঙ্কেত দেখা দিয়েছে।
অপরদিকে, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের শক্তিশালী সাংগাঠনিক দক্ষতায় ৭টি ইউনিয়নের ৬টিতেই নৌকা প্রতীক বিজয়ী হয়েছে।
এদিকে, ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের ১টিতে আওয়ামীলীগ, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ১টিতে এবং ১টিতে বিএনপি’র প্রার্থী বিজয়ী হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীরা হলেন- কাঁঠালবাড়ী ইউপিতে আমান উদ্দিন আহমেদ মঞ্জু (নৌকা), ঘোগাদহ ইউনিয়নে শাহ আলম (নৌকা), বেলগাছা ইউনিয়নে মাহবুবুর রহমান (ধানের শীষ), মোগলবাসা ইউপিতে নুরজামাল বাবলু (ধানের শীষ), যাত্রাপুর ইউপিতে আইয়ুব আলী সরকার (ধানের শীষ), পাঁচগাছি ইউপিতে দেলওয়ার হোসেন (ধানের শীষ), ভোগডাঙ্গা ইউপিতে সাইদুর রহমান (ধানের শীষ), হোলখানা ইউপিতে ওমর ফারুক (ধানের শীষ)।
রাজারহাটের নাজিমখান ইউনিয়নে আব্দুল মালেক নয়া পাটোয়ারী (নৌকা), রাজারহাট সদর ইউপিতে এনামুল হক  (নৌকা), বিদ্যানন্দ ইউপিতে তাইজুল ইসলাম (নৌকা), ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে রবীন্দ্র নাথ (নৌকা), চাকিরপশার ইউপিতে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি (নৌকা), উমর মজিদ ইউপিতে মোহাম্মদ আলী (নৌকা) ও ছিনাই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বুলু (চশমা মার্কা) নিয়ে বিজয়ী হয়েছে।
ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের শিমুলবাড়ী ইউপিতে এজাহার আলী (নৌকা), বড়ভিটা ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খয়বর আলী (মোটর সাইকেল) ও নাওডাঙ্গা ইউনিয়নে বিএনপি’র প্রার্থী মোসাব্বের আলী মুসা (ধানের শীষ) মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন।
অভিযোগ রয়েছে, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের নেতারা প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেছেন। এর কারণ হিসেবে উঠে এসেছে, দলীয় কোন্দল এবং নিজেদের প্রভাব বিস্তারে পক্ষ-বিপক্ষে অবস্থান নেয়া।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলায় আওয়ামীলীগের ফল বিপর্যয়ের ব্যাপারে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল জানান, সদর উপজেলায় আওয়ামীলীগের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। এর ফলে আমাদেরকে পরাজয় বরণ করতো হলো। আমাদের জেলা নেতাদের সংকীর্ণ মানসিকতার কারণে বৃহৎ স্বার্থ আজ জালাঞ্জলি। এর থেকে বেরিয়ে আসা ছাড়া বিকল্প পথ নেই।


শেয়ার করুন

লেখক:

0 মন্তব্য(গুলি):