সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

দিনাজপুরে বৃষ্টির পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি


দিনাজপুর: দিনাজপুরে রোববার (৯ অক্টোবর) সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের অধিকাংশ রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

রাস্তার ওপর পানি জমে জলাবদ্ধতা হওয়ার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দিনাজপুর পৌরসভার সামনের সড়ক, কাচারি রোড, বাহাদুর বাজার এলাকা, লিলির মোড়, মহিলা কলেজ রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
ব্যাটারি চালিত ইজিবাইক চালক মাসুদ বলেন, বৃষ্টি হলেই শহরের রাস্তাগুলো তলিয়ে যায়। এ অবস্থায় রাস্তার খানা-খন্দগুলো বোঝা যায় না। ফলে ঘটে যায় ছোট-বড় দুর্ঘটনা।
পথচারী সানজিদা আক্তার সাথী বলেন, রাস্তায় পানি জমে চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টিতেই এমন হয়।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি তার।

শেয়ার করুন

লেখক:

0 মন্তব্য(গুলি):