সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

উপহারের জনপ্রিয়তা!

14658284_1070065003090397_722428023_nরংপুর টাইমস:
কুড়িগ্রাম এর দুই তরুন সোহেল রুদ্র ও বানি ইসরাইল লিনাদ এর প্রচেষ্ঠায় নির্মীত হয়েছে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “উপহার”।
সোহেল রুদ্রের চিত্রনাট্ট সংলাপ ও পরিচালনায় বানি ইসরাইল লিনাদের অর্থায়নে সম্প্রতি নির্মিত রংপুর এর আঞ্চলিক ভাষার স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “উপহার”।
৬ মিনিট ৬ সেকেন্ডের এ ভিডিওটিতে ভাইবোনের মধুর সম্পর্কের কাছে দারিদ্রতার হার মানার এক অভুতপুর্ব দৃষ্টান্ত দেখা গেছে।
ইউটিউবে মুক্তির মাত্র কিছুদিনের মধ্যেই ১০ হাজার ভিউ এর কাছাকাছি চলে এসেছে এটি। এ বিষয়ে পরিচালক সোহেল রুদ্রের সাথে কথা বলেন আমাদের রিপোর্টার,
# কেমন অাছেন?
: জ্বি ভালো।
# উপহার এর বিষয় কিছু বলবেন?.
অাল্লাহ এর রহমতে অামার নির্মীত উপহার বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন মহল থেকে বেশ প্রশংসিত হয়েছে। বন্ধু লিনাদ এর অর্থে নির্মান করা উপহার ছিলো অামার স্বপ্নের মত।নাট্টকার নয়ন ভাইয়ের সাথে গল্প করতে করতে তিনি হঠাৎ একদিন এই গল্পের ধারনা দেন। এক প্রকারর অনুমতি ছাড়াই চিত্রনাট্ট ও সংলাপ লিখি এবং নির্মান শুরু করি। তাকে বলেছিলাম ভাই অাপনার গল্প অামি নষ্ট করবো না জনপ্রিয় করবো।। অাশা করি সে লক্ষে এগিয়ে যাচ্ছে “উপহার”।
14600778_1070055239758040_2106086538_o
# বর্তমান কেমন সময় পার করছেন?
:অাল্লাহ্ এর রহমতে ভালো।তবে অাজ একটু ব্যাস্ত বাবা ঢাকায় এসেছেন ডাক্টার দেখাতে তার সাথেই সারাদিন।
#অাগামী কাজ করবেন কবে?
:কবে শুরু হবে তা বলতে পারছি না।তবে অাশাকরি এই মাসের শেষের দিকে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সচেতনতা মূলক ভিডিও নির্মান করবো।এবং ডিসেম্বর এ অামার কাহিনী,চিত্রনাট্ট সসংলাপ ও পরিচালনায় অাবার একটি রংপুর কেন্দ্রিক ভিডিও অাসবে।
#সেই ভিডিও এর কাহিনী কি জানতে পারি?
:ইমমম।। না বলা যাবে না।শুধু এত টুকু বলতে পারি এই কাজ বাংলাদেশ এ প্রথম বারের মত হতে যাচ্ছে।
#অসংখ্য ধন্যবাদ অাপনাকে
:অাপনাকেও অসংখ্য ধন্যবাদ। অামার জন্য দোয়া করবেন যে ভালো কিছু নির্মান করতে পারি।
এবং অামার বাবার সুস্থতা  জন্য সবাই দোয়া করবেন।
লিং-https://www.youtube.com/watch?v=LXFYF5kFN1E

শেয়ার করুন

লেখক:

0 মন্তব্য(গুলি):