শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

শিশু পাচার প্রতিরোধে কুড়িগ্রামে সাংবাদিক প্রশিক্ষন

স্টাফ রিপোর্টার:
শিশু পাচার প্রতিরোধে প্রচারনা কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুড়িগ্রাম প্রেস ক্লাব হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করে সোস্যাল এন্ড ইকোনমি এনহেন্টমেন্ট প্রোগ্রাম (সিপ) বাংলাদেশ।
প্রশিক্ষনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিপ বাংলাদেশের পরিচালক (পরীক্ষন ও মূল্যায়ন) মোঃ জাহিদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, স্থানীয় উন্নয়ন সংস্থা সলিডারিটির প্রোগ্রাম অফিসার সিসিলিয়া ঢাকী ও হালিমা আক্তার স্বর্ণ।
প্রশিক্ষনে দেশের ২০টি ঝুকিপুর্ণ জেলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে করনীয় বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


শেয়ার করুন

লেখক:

0 মন্তব্য(গুলি):