সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত ঘোষণা

বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত ঘোষণা
বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত ঘোষণার মাধ্যমে তিন দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার দুপুরে কুড়িগ্রাম টেকনিকেল ট্রেনিং সেন্টার চত্বরে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যুরো ম্যান পাওয়ার, ইমপ্লোমেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সেলিম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্তকরণ ঘোষণা করা হয়।কুড়িগ্রাম জেলার দারিদ্র্যতা বিমোচনের জন্য জেলার লক্ষাধিকেরও বেশি নারী গৃহকর্মী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পাঠানোর উদ্যোগ নিয়েছে গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশন। আগামী দু’বৎসর পর্যন্ত প্রতি সপ্তাহে বাছাই প্রক্রিয়া শেষে একমাস মেয়াদি প্রশিক্ষণে বিনা খরচে আবাসিক ২৫ থেকে ৪৫ বছরের বিদেশগামী নারী কর্মী তৈরি করবে তারা। জব ফেয়ার অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএমইটি’র ডিরেক্টর ট্রেনিং খলিলুর রহমান, ইউনাইটেড এক্সপোর্ট লি. চেয়ারম্যান মি. বেনিতাং, সৌদি আরবের ফ্যালকন গ্রুপের ভাইস চেয়ারম্যান ওয়ালিদ আব্দুল হাদী, গ্রুপ ডিরেক্টর ওসামা তালাত ফাহমি, গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইসলাম এবং লাবণী তালুকদার প্রমুখ। নাজমুল 

শেয়ার করুন

লেখক:

0 মন্তব্য(গুলি):